অনন্তের দিকে
অনেক প্রশ্ন আমার মনে? কোথায় যাব, কিভাবে থাকবো, কি দেখবো, আরো কত সব হাজার হাজার প্রশ্ন, যে কিলবিল করে, মনের মধ্যে, তার আর ইয়ত্তা নেই । জিগীষার গহন অরণ্য। এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই। আসলে কারো জানা নেই

এগিয়ে চলেছে আমার যাত্রা এ মহা আনন্দের ঢেউ
কোথায় চলেছি আমি ? কোন অনন্তলোকের পানে, আমার এ অনন্তের যাত্রা! এ যেন, “ভূলোক, দ্যুলোক, গোলক, ভেদিয়া,” খোদার আসনের পানে, আমার অনন্ত যাত্রা
আমার জীবন ধন্য
জীবনের এই শেষ লগ্নে, আরো কত কি, নতুন করে ভাবতে ইচ্ছে করে। নতুন করে কোন কিছু করার প্রবণতা, যেন প্রতিনিয়ত জাগ্রত হয় মনের মধ্যে
আমার দুয়ারে পদার্পণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
“
আমার আত্মার, অন্তঃস্থলের মধ্যে, কেমন যেন একটা আনন্দের অনুভূতি জেগে উঠেছে। যেন আমার মনন এবং অনুভূতির এক অদ্ভুত দিকদর্শন ঘটছে ”